উত্তরদিনাজপুর

১৩ দফা দাবি নিয়ে কালিয়াগঞ্জের বিডিও অফিসের খাদ্য নিয়ামক আধিকারিকের অফিসে ডেপুটেশন বিজেপির

মঙ্গলবার দুপুরে ১৩ দফা দাবির ভিত্তিতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিডিও অফিসের খাদ্য নিয়ামক আধিকারিকের অফিসে ডেপুটেশন দেওয়া হল বিজেপির শহর মন্ডলের পক্ষ থেকে। কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে সেই কারনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। এদিন দুপুরে বিজেপি শহর মন্ডলির পক্ষ থেকে ১৩ দফা দাবির ভিত্তিতে একটি মিছিল শহর পরিক্রমা করে এসে খাদ্য নিয়ামক অফিসের সামনে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করার পর খাদ্য নিয়ামক আধিকারিক সুমন্ত গোস্বামী মহাশয়কে। যাদের বিপিএল তালিকায় নাম ওঠার কথা তাদের নাম না উঠে যাদের উঠার কথা না তাদের নাম উঠছে, রেশন দোকানে সামগ্রীর সঠিক পরিমান দিতে হবে, নব জাতক শিশুদের রেশন কার্ড প্রদান করতে হবে, রেশন কার্ড স্থানান্তর হলেও কেন রেশন কার্ড ও রেশনের সামগ্রী পাচ্ছে না, রেশন দোকান গুলিতে নিম্ন মানের সামগ্রী দেওয়া বন্ধ করতে হবে, প্রতিটি রেশন দোকানে কে কত পরিমানে সামগ্রী পাবে তার লিস্ট দিতে হবে, রেশন সামগ্রীর কোন প্রকার নোটিশ না দিয়ে দ্রব্যের দাম বৃদ্ধি করা হচ্ছে বলে অভিযোগ করে জানান শহর মন্ডল সভাপতি রানা প্রতাপ ঘোষ। এদিকে খাদ্য নিয়ামক আধিকারিক সুমন্ত গোস্বামী,বিষয় গুলি খতিয়ে দেখবেন।এবং তাদের দাবি গুলি তাদের উর্ধতন কর্তিপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দেন।  

বিজেপির এক কর্মী জানান তাদের দাবি না মানা হলে আগামীতে সাধারন মানুষের স্বার্থে প্রতিটি রেশন দোকানে বিক্ষোভ দেখাবে বিজেপি। এমনকি এক মাসের মধ্যে যদি এর কোন সুব্যাবস্থা না হয়। তাহলে আগামীতে এক বৃহত্তম আন্দোলন করা হবে যা এর আগে কোন দিন করা হয়নি এমন কিছু বলে জানান ওই কর্মী।